শুদ্ধশব্দ

শুদ্ধশব্দ একটি বাংলা স্পেলচেকার। এটি ডেভালপ করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড-ইন হিসেবে। এর শব্দভাণ্ডারে রয়েছে ১, ০৬, ০০০ এরও বেশি শব্দ যা সম্পূর্ণ আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে প্রণীত । স্পেলচেকারটি এই স্বল্প পরিমান শব্দ দিয়েই বাংলায় সম্ভব এমন কয়েকশো কোটি শব্দ নিখুঁতভাবে পরীক্ষা করতে পারে। ভুল হিসেবে চিহ্নিত শব্দর সম্ভাব্য সঠিক শব্দের পরামর্শ তালিকা তৈরি করতে স্পেলচেকারটি ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, শব্দের সম্পাদনার দূরত্ব, ব্যবহারকৃত কিবোর্ড এবং ব্যাকরণসহ আরও অনেক বিষয়াদি বিবেচনা করে। পরামর্শের তালিকা প্রণয়নের পর সেগুলিকে আবার নৈকট্যের মাত্রা অনুসারে সাজায়। পরামর্শ তালিকা সাধারণত যথা সম্ভব সংক্ষিপ্ত রাখা হয়।

রবিবার, ১৮ জুলাই, ২০১০

বাংলা বানান পরীক্ষণ প্রদর্শনী ভিডিয়ো

বাংলা বানান শুদ্ধ করার জন্য যারা স্পেল চেকার ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিয়ো ডেমোটি দেওয়া হল। যারা সফট্‌ওয়্যারটি ইনস্টল করার পর বুঝতে পারছেন না কীভাবে-এর ব্যবহার শুরু করবেন তারাও এই ভিডিয়োটি দেখতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন, শুদ্ধশব্দ কীভাবে এমএস ওয়ার্ডের(MS-Word)ভেতর বাংলা টেক্সট-এর বানান পরীক্ষা করছে এবং ভুল বানানের জন্য পরামর্শ প্রদান করছে।

পাঠক অবশ্যই আপনার মন্তব্য করতে ভুলে যাবেন না।

২টি মন্তব্য: