শুদ্ধশব্দ

শুদ্ধশব্দ একটি বাংলা স্পেলচেকার। এটি ডেভালপ করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাড-ইন হিসেবে। এর শব্দভাণ্ডারে রয়েছে ১, ০৬, ০০০ এরও বেশি শব্দ যা সম্পূর্ণ আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে প্রণীত । স্পেলচেকারটি এই স্বল্প পরিমান শব্দ দিয়েই বাংলায় সম্ভব এমন কয়েকশো কোটি শব্দ নিখুঁতভাবে পরীক্ষা করতে পারে। ভুল হিসেবে চিহ্নিত শব্দর সম্ভাব্য সঠিক শব্দের পরামর্শ তালিকা তৈরি করতে স্পেলচেকারটি ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, শব্দের সম্পাদনার দূরত্ব, ব্যবহারকৃত কিবোর্ড এবং ব্যাকরণসহ আরও অনেক বিষয়াদি বিবেচনা করে। পরামর্শের তালিকা প্রণয়নের পর সেগুলিকে আবার নৈকট্যের মাত্রা অনুসারে সাজায়। পরামর্শ তালিকা সাধারণত যথা সম্ভব সংক্ষিপ্ত রাখা হয়।

রবিবার, ১৮ জুলাই, ২০১০

কীভাবে শুদ্ধশব্দ বাংলা স্পেল চেকার ডাউনলোড ও ইনস্টল করবেন

অনেক ব্যবহারকারীই আছেন যাদের নতুন সফট্‌ওয়্যার সংগ্রহ ও ইনস্টল করবেন কীভাবে তা ভালো ভাবে জানা নেই। তাদের জন্যই এই পোস্টটি লেখা।

শুদ্ধশব্দ ডাউনলোড (Shuddhoshabdo Download):
শুদ্ধশব্দ ডাউনলোড(Download) করার জন্য বর্তমানে sourceforge.net এ হোস্ট করা আছে। ডাউনলোড(Download) লিংকটি ব্যবহারকারীদের সুবিধার্থে এই সাইটের ডানের ফ্রেমে দেওয়া আছে। আপনি লিংকটিতে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড(Download) করার জন্য sourceforge.net এ রিডাইরেক্ট হয়ে যাবেন। শুদ্ধশব্দর সর্বশেষ ভার্সনটি এখানে shuddhoshabdo.zip নামে থাকবে। ফাইলটি ডাউনলোড করুন।

শুদ্ধশব্দ ইনস্টলেশন(Shuddhoshabdo installation):
shuddhoshabdo.zip আপনি ফাইলটি ডাউনলোড করে অবশ্যই এক্সট্রাক্ট(extract) করে নেবেন। এক্সট্রাক্ট করা ফোল্ডারে দেখবেন shuddhoshabdo.exe নামে ইনস্টলেশন ফাইলটি আছে। আপনি ডাবল ক্লিক করে ইনস্টলেশন ফাইলটি চালু করে এর দেওয়া নির্দেশনা অনুসারে ইনস্টলেশন সম্পূর্ণ করুন।


প্রক্রিয়াটি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য প্রয়োজনে ভিডিয়োটি দেখুন।
শেষে মনে করিয়ে দিচ্ছি, আপনার গুরুত্বপূর্ণ মতামত ও ব্যবহার অভিজ্ঞতা জানাতে ভুলে যাবেন না!

৮টি মন্তব্য:

  1. এমন একটি সফটওয়্যার বহুদিন খুজছিলাম, উদ্যোক্তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এধরনের একটি সফটওয়্যার উপহার দেয়ার জন্য।
    এম এ বাবর
    স্টাফ রিপোর্টার
    দৈনিক মানবকণ্ঠ

    উত্তরমুছুন
  2. This is great endeavor, no doubt. Unfortunately Its not working in my PC OS Win7 64 bit. Everytime I got the message

    TABCTL32.OCX not registered or invalid.

    Pls help.

    Saiful, Dhanmondi, Dhaka

    উত্তরমুছুন
  3. শব্দশুদ্ধ ব্যবহার করে আমি প্রতিদিন খুব উপকৃত হচ্ছি......... তবে আরো আপটডট করা অতি জরুরী হয়ে পরেছে।

    উত্তরমুছুন
  4. উপরে দেখছি সবাই উপকৃত হচ্ছে বলে জানিয়েছে কিন্তু আমার এখানে কাজ করছে না। ওয়ার্ড ফাইলের উপরে মেনুবারে এড অন এ ক্লিক করলে Bangla spelling এবং Mark error words আসছে কিন্তু স্থবির হয়ে থাকছে ক্লিক করেও কোন কাজ হচ্ছে না।
    দয়া করে সমাধান জানাবেন। আমি এমনই কিছু অনেকদিন ধরে খুজছিলাম! এখন কি পেয়েও ব্যবহার করতে পারব না?
    ধন্যবাদ

    উত্তরমুছুন
  5. Shuddhoshabdowordaddin.dll- activeX control এ register করা যাচ্ছেনা, আমি অফিস 2013 ব্যবহার করি, দয়াকরে সাহায্য করলে উপকৃত হব

    উত্তরমুছুন
  6. আমারও সমস্যা মো: খালিদ উমর এর মতোই, আমার OS configuration একই রকম। কোনো আপডেট থাকলে জানান।

    উত্তরমুছুন